Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যালয়

 

নাগরিক সেবা প্রদান-

 

১। রাজশাহী ও রংপুর বিভাগের জাদুঘরসমূহ সরকার কর্তৃক নির্ধারণকৃত প্রবেশ মূল্যের বিনিময়ে পর্যটকদের পরিদর্শনের ব্যবস্থা রয়েছে।

 

২। জাদুঘর/জাদুঘর চত্ত্বর পরিদর্শনের সময় সূচি-

(ক) জাদুঘরের সময়সূচী নিম্নরুপ:

গ্রীষ্মকালীন (০১ এপ্রিল হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত)

শীতকালীন (০১ অক্টোবর হতে ৩১ মার্চ পর্যন্ত)

    মঙ্গলবার হতে       শনিবার পর্যন্ত

১০.০০ হতে ১৮.০০ টা পর্যন্ত

মঙ্গলবার হতে শনিবার পর্যন্ত

০৯.০০ হতে ১৭.০০ টা পর্যন্ত

১৩.০০ হতে ১৩.৩০ টা পর্যন্ত বিরতি

১৩.০০ হতে ১৩.৩০ টা পর্যন্ত বিরতি

সোমবার

 ১৩.৩০ হতে ১৮.০০ টা পর্যন্ত

সোমবার

১৩.৩০ হতে ১৭.০০ টা পর্যন্ত

শুক্রবার

১২.৩০ হতে ১৪.০০ টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি

শুক্রবার

১২.৩০ হতে ১৪.০০ টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি

 

*  রবিবার সাপ্তাহিক ছুটি

 

*   এছাড়া সরকারি ছুটির অন্যান্য দিনগুলোতে জাদুঘর বন্ধ থাকে

 

 

বিশেষ দিবসসমূহে জাদুঘর খোলা সংক্রান্ত তথ্য:

 

* ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস।

* ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

* ০১ এপ্রিল, বাংলা নববর্ষ।

* ১৫ আগষ্ট, জাতীয় শোক দিবস।

* ১৬ ডিসেম্বর, বিজয় দিবস।

* ঈদুল ফিতর ও ঈদুল আযহার পরের দিন।

 

* বিশ্ব অটিজম দিবসে জাদুঘরসমূহে প্রতিবন্ধিদের জন্য বিনামূল্যে জাদুঘর প্রদর্শনের ব্যবস্থা করা হয়। জাদুঘরসমূহের আশেপাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অটিজম শিশুদের জাদুঘর পরিদর্শন ছাড়াও তাদের জন্য এই দিনটিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় হালকা নাস্তার ব্যবস্থা করা হয়।

 

 

 (খ) টিকিটের হার-

 

দেশী দর্শক

মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী

সার্কভূক্ত দেশের পর্যটক

বিদেশী পর্যটক

০৫ (পাঁচ) বছর বয়স পর্যন্ত শিশু ও প্রতিবন্দী

১০/- (বিশ টাকা)

৫/- (পাঁচ টাকা)

১০০/- (একশত টাকা)

২০০/- (দুইশত টাকা)

প্রবেশ মূল্য ফ্রি

 

৩। অনুসন্ধান ও জরিপে প্রাপ্ত প্রত্নস্থলসমূহ ১৯৬৮ সালের প্রত্নসম্পদ সংরক্ষণ আইন (১৯৭৬ সালে সংশোধিত) আইনে সংরক্ষণ করা হয়ে থাকে।

 

৪। প্রত্নস্থলসমূহ উৎখননের মাধ্যমে এদেশের মানব সভ্যতায় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পর্কে গবেষণা করা হয়ে থাকে। প্রত্নবস্তু/প্রত্নস্থলের উপর গবেষণা করে সময়কাল নির্ধারণ করাসহ ইতিহাসের উপাদান সংগ্রহ করা হয়।

 

৫।  প্রত্নতাত্ত্বিক খননে উন্মোচিত প্রত্নস্থলসমূহ সংস্কার-সংরক্ষণ করে তা দর্শক/পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

 

৬। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রকাশিত  প্রকাশনা, ভিউকার্ড, পোস্টার, ফোল্ডার ও পুস্তিকা জাদুঘরসমূহে টিকিট কাউন্টার ও স্যুভিনিয়র সপ এ আগত দর্শকদের নিকট নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।

 

৭।  আঞ্চলিক দপ্তরের নিয়ন্ত্রনাধীন প্রত্নস্থল ও জাদুঘরচত্ত্বরে (জাদুঘর ব্যতীত) স্যুটিং ও ভিডিও চিত্র ধারণ করণের জন্য মহাপরিচালক বরাবর আবেদন ও অনুমোদন এবং স্যুটিং নীতিমালা অনুসরণ সাপেক্ষে সরকার কর্তৃক নির্ধারিত ফি ও ভ্যাট পরিশোধ করে স্যুটিং ও ভিডিও চিত্র ধারণ করণের জন্য ব্যবস্থা রয়েছে।

 

৮। আঞ্চলিক দপ্তরের নিয়ন্ত্রণাধীন জাদুঘরসমূহে আগত পর্যটকদের বিভিন্ন ধরণের যানবাহন পার্কিং এর জন্য সরকার কর্তৃক নির্ধারণকৃত পার্কিং ফি ও ভ্যাট প্রদানের বিনিময়ে পার্কিং সুবিধা প্রদান করা হয়ে থাকে।

 

৯। পুরাকীর্তি আইন ১৯৬৮ (সংশোধিত ১৯৭৬) এর ১২ (৩) এর (সি) এবং ১৯ নম্বর ধারা অনুযায়ী প্রত্নস্থল/পুরাকীর্তি/প্রত্নসম্পদের ধ্বংস, অনিষ্ট সাধন, বিকৃতি, পরিবর্তন, ক্ষয়ক্ষতি করলে, ভেঙ্গে ফেললে এর কোন অংশের উপর কিছু লিখলে বা খোদাই করে কোন চিহ্ন বা দাগ কেটে সৌন্দর্যহানী করলে সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে।

 

১০। প্রত্নস্থল/পুরাকীর্তি/প্রত্নসম্পদের ধ্বংস বা ধ্বংসসাধনমূলক কোন প্রকার কার্যকলাপে লিপ্ত থাকলে তা  সংবিধানের ২৩ ও ২৪ অনুচ্ছেদের পরিপন্থী।

 

১১। প্রত্নস্থল/জাদুঘর পরিদর্শনের জন্য আগত পর্যটকদের জন্যে পুরুষ ও মহিলার জন্য পৃথক ওয়াশ রুমের ব্যবস্থা রয়েছে।

 

১২। প্রত্নস্থল/জাদুঘর দপ্তরসমূহে শারিরীক প্রতিবন্ধী দর্শক/পর্যটকগণের ব্যবহারের জন্য বিশেষ টয়লেট এর ব্যবস্থা রয়েছে।

 

১৩। দর্শক পর্যটকদের প্রত্নস্থল/জাদুঘর চত্ত্বর স্বাচ্ছন্দ ও নির্বিঘ্ন ভ্রমণের জন্য স্থায়ী মৌসুমী ফুল বাগান রয়েছে।

 

১৪। প্রত্নস্থল ও জাদুঘর চত্ত্বর পরিদর্শকালে আগত পর্যটকগণের বিশ্রামের নিমিত্ত গাছের ছায়ায় বাগানের পাশে, পুকুরের পাশে বসার জন্য আর.সি.সি বেঞ্চের ব্যবস্থা রয়েছে।

 

১৫। আগত পর্যটকদের জন্যে মহাস্থান, পাহাড়পুর, রংপুর, শাহ্জাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘর চত্ত্বরে স্যুভিনিয় কর্ণার রয়েছে।

 

১৬। মহাস্থান ও পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর চত্ত্বরে আগত পর্যটকদের হালকা নাশতার জন্যে ফুড কোর্ট ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।   

 

১৭। মহাস্থান, পাহাড়পুর, কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও গৌড় গ্রুপ অব মনুমেন্টস  চত্ত্বরে আগত সরকারের উর্দ্ধতন কর্মকর্তা, গবেষক ও বিদেশী পর্যটকদের জন্যে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের বিনিময়ে বিশ্রামাগারে অবস্থান ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে।

 

১৮। প্রত্নতাত্ত্বিক উৎখননে উন্মোচিত নিদর্শনসমূহ নিদিষ্ট নিয়ম মেনে পরিষ্কার করে এবং প্রয়োজনে রাসায়নিক পরিচর্যা করে তা সংরক্ষণ ও জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

 

১৯। বাংলাদেশ পুলিশ, বডার গার্ড বাংলাদেশ ও কাস্টমস অফিস কর্তৃক উদ্ধারকৃত ও অন্যান্য সূত্র হতে প্রাপ্ত  প্রত্নবস্তুসমূহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে তা প্রত্নতাত্ত্বিক জাদুঘরসমূহে সংরক্ষণ করা হয়ে থাকে।

 

২০। প্রত্নস্থল ও জাদুঘরসমূহ পরিদর্শনে পর্যটকগণের সুবিধার লক্ষ্যে  Facebook Page ও Web site এর মাধ্যমে দেশের সভ্যতার, ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি ও প্রত্নসম্পদ  সম্পর্কীয় বর্ণনা ও আলোকচিত্র হালনাগাদ করা হয়ে থাকে।

 

২১। প্রত্নবস্তু/প্রত্নস্থলের উপর গবেষণামূলক প্রকাশনা, ফোল্ডার, পোস্টার, ভিউকার্ড, পুস্তিকা ইত্যাদি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে।

 

২২। আঞ্চলিক দপ্তরের নিয়ন্ত্রণাধীন জাদুঘরসমূহে আগত দর্শক/পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে অধিদপ্তরের সিকিউরিটি গার্ড,কোন কোন স্থানে পুলিশ ক্যাম্প, ট্যুরিস্ট পুলিশ, ব্যাটালিয়ান আনসার এবং অঙ্গীভুত আনসারগণের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।

 

প্রত্নস্থল বিষয়ে অভিযোগ ও পরামর্শ প্রদানের জন্য যোগাযোগের ঠিকানা-

 

সহকারী পরিচালক,

প্রত্নতত্ত্ব অধিদপ্তর,

আঞ্চলিক পরিচালকের কার্যালয়,

রাজশাহী ও রংপুর অঞ্চল, রংপুর রোড, কলেজ বটতলা, বগুড়া।

ফোন: 051-69369

মোবাইল: ০১৭১৬-৬৪৪২২০

Web Site: www.archaeology.bogra.gov.bd

 

কাস্টোডিয়ান

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর

শিবগঞ্জ, বগুড়া।

মোবাইল : ০১৭২৪-০১৪৬২৩

 

কাস্টোডিয়ান

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর

বদলগাছী, নওগাঁ।

মোবাইল : ০১৬৭৪-৭৯১৭৬৫

 

কাস্টোডিয়ান

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর

তাজহাট জমিদার বাড়ি, রংপুর।

মোবাইল : ০১৭২২-১৭৮৮৭১

 

কাস্টোডিয়ান

প্রত্নতত্ত্ব অধিদপ্তর

রবীন্দ্র কাছারি বাড়ি

শাহজাদপুর, সিরাজগঞ্জ

মোবাইল : ০১৭১০-৫০৮১৫১

 

এসিসট্যান্ট কাস্টোডিয়ান

কান্তনগর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর

কাহারোল, দিনাজপুর

মোবাইল : ০১৭২১-৪০৭৫৫০

 

রিসার্চ এসিসট্যান্ট

পুঠিয়া গ্রুপ অব মনুমেন্টস

পুঠিয়া, রাজশাহী

মোবাইল : ০১৭২২-০৩৭১১৯

 

এসিসট্যান্ট কাস্টোডিয়ান

বাঘা জাদুঘর, বাঘা, রাজশাহী

মোবাইল : ০১৭১৮-৫৪৩৯৮৮ (প্রয়োজনে)

 

উপ-সহকারী প্রকৌশলী

গৌড় গ্রুপ অব মনুমেন্টস

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

মোবাইল : ০১৭৩৬-৯৩৮৫৪৯ (প্রয়োজনে)

 

এসিসট্যান্ট কাস্টোডিয়ান

পতিসর রবীন্দ্র স্মৃতি জাদুঘর

আত্রাই, নওগাঁ

মোবাইল : ০১৭১৮-৯১০৪৮৫ (প্রয়োজনে)