গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
প্রত্নতত্ত্ব অধিদপ্তর
আঞ্চলিক পরিচালকের কার্যালয়
রাজশাহী রংপুর অঞ্চল, বগুড়া।
সেবা প্রদান প্রতিশ্রুতি
১. রূপকল্প ও অভিলক্ষ্য :
রূপকল্প : প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রতি সচেতন সংস্কৃতি মনস্ক জাতি গঠন।
অভিলক্ষ্য : উত্তরবঙ্গের সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদের অনুসন্ধান, জরিপ, ডকুমেন্টেশন, সংস্কার, সংরক্ষণ, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধন।
২. সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১) নাগরিক সেবা
ক্রঃ নং |
সেবার নাম
|
সেবা প্রদান পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান
|
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল) |
১. | প্রত্নবস্তু সংগ্রহ, প্রত্নস্থান খনন, সংস্কার-সংরক্ষণ |
প্রত্নতাত্ত্বিক খনন ও সংস্কার-সংরক্ষণের গবেষণালব্ধ তথ্য ওয়ার্কশপ, সেমিনার, সংবাদপত্র ও প্রকাশনার মাধ্যমে গবেষকদের অবগতির জন্য উপস্থাপন
|
আঞ্চলিক পরিচালকের কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহী ও রংপুর অঞ্চল, বগুড়া |
-
|
-
|
এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর আঞ্চলিক পরিচালকের কার্যালয়, বগুড়া
০২ ৫৮৮ ৮১৩ ৬৭৭ www.archaeology.bogra.gov.bd rd_rajshahi@archaeology.gov.bd |
২. | গবেষণামূলক প্রকাশনা, পোস্টার, ভিউকার্ড, ফোল্ডার, পুস্তিকা এবং প্রত্নতাত্ত্বিক খনন ও জরিপ এর রিপোর্ট প্রকাশ ও বিক্রয়। | নির্ধারিত মূল্য পরিশোধের বিনিময় |
সংশ্লিষ্ট প্রত্নস্থল/জাদুঘর
|
পুস্তক মূল্য- পোস্টার-২০/-
ভিউকার্ড-প্রতি পিস ২/- |
-
|
এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রাজশাহী ও রংপুর অঞ্চল, বগুড়া।
প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে। |
২.২) প্রতিষ্ঠানিক সেবা:
ক্রঃ নং |
সেবার নাম
|
সেবা প্রদান পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান
|
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)
|
১. | চাহিদানুযায়ী কোন প্রত্নবস্তুর রাসায়নিক পরীক্ষান্তে প্রতিবেদন প্রদান | প্রত্নবস্তু গ্রহণ ও প্রধান কার্যালয়ে প্রেরণ | যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন |
বিনামূল্যে
|
৩০ (ত্রিশ) কার্যদিবস
|
প্রধান কার্যালয়ের রসায়নাগার শাখা।
জনাব রাখী রায় উপপরিচালক (প্রত্নসম্পদ ও সংরক্ষণ শাখা) ফোন: ০২-৯১১৮০৮৫ মোবাইল : সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ ফোন: ০২-৪১০২৪৬৫৩ মোবাইল: ০১৭২৬১৭৭৮২০ |
২. | শিক্ষা, গবেষণা ও প্রকাশনা কাজের নিমিত্ত নিদর্শনের ছবি, নকশার অনুলিপি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সাপেক্ষে সরবরাহ করা হয়। | লিখিত আবেদন | আঞ্চলিক পরিচালকের কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহী ও রংপুর অঞ্চল, বগুড়া। |
যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন
|
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.০০ টা থেকে ৫.০০ টা পর্যন্ত। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বন্ধ | এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রাজশাহী ও রংপুর অঞ্চল, বগুড়া। |
২.৩) অভ্যন্তরীণ সেবা:
ক্রঃ নং |
সেবার নাম
|
সেবা প্রদান পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান
|
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল) |
১. | অর্জিত ছুটি | সরকারি আদেশ জারী | ১। সাদা কাগজে আবেদন
২। নির্ধারিত ফরমে আবেদন (বাংলাদেশ ফরম নং-২৩৯৫, গেজেটেড) ৩। হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন। |
বিনামূল্যে
|
ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে: ৭ কর্মদিবস
খ) নন ক্যাডার গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ১৫ কর্মদিবস |
এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রাজশাহী ও রংপুর অঞ্চল, বগুড়া।
ও
সেখ কামাল হোসেন, উপ-পরিচালক (প্রশাসন), প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা।
|
২. | মাতৃত্বকালীন ছুটি | সরকারি আদেশ জারী | ১। সাদা কাগজে আবেদন।
২। ডাক্তারের প্রত্যয়নপত্র। |
বিনামূল্যে |
৩০ কর্মদিবস
|
এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, বগুড়া।
ও সেখ কামাল হোসেন, উপ-পরিচালক (প্রশাসন), প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা। |
৩. | পেনশন মঞ্জুরী | পেনশন সহজিকরণ নীতিমালা ২০১৬ অনুযায়ী নিষ্পত্তি করে সরকারী আদেশ জারী। | ক) নির্ধারিত ফরমে আবেদন (বাংলাদেশ ফরম নং-২৬৩৯, গেজেটেড/নন-গেজেটেড) হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়।
খ) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে চাকুরির বিবরণী। গ)এলপিআর এ গমেনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। ঘ) শেষ বেতনের প্রত্যয়নপত্র (হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়/আঞ্চলিক পরিচালকের কার্যালয়, বগুড়া কর্তৃক প্রদত্ত) ঙ) সত্যায়িত ছবি। চ) প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণাপত্র। ছ) নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচআঙ্গুলের ছাপ। জ) না দাবী পত্যয়ন পত্র ঝ) পেনশন মঞ্জুরি আদেশ ঞ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ছবি। |
বিনামূল্যে | ক) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে : ১৫ কর্মদিবস
খ) নন ক্যাডার গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ৩০ কর্মদিবস |
এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রাজশাহী ও রংপুর অঞ্চল, বগুড়া।
প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে সেখ কামাল হোসেন, উপ-পরিচালক (প্রশাসন) ফোন: ০২-৪১০২৪৬৫৩ মোবাইল: ০১৭১৭৪১৫৩৭৭ ই-মেইল: ও
জনাব তানিয়া সুলতানা, সহকারী পরিচালক (প্রশাসন) ও কল্যাণ কর্মকর্তা মোবাইল: ০১৫৫০৪১২৬১৮ইমেইল: ad_admin@archaeology.gov.bd |
৪. | চাকরি স্থায়ীকরণ | সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী সরকারী মঞ্জুরি আদেশ জারি। | ১। সাদা কাগজে আবেদন।
২। হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন (পদোন্নতির ক্ষেত্রে ০১ বছরএবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে ০২ বছরেরএসিআর) |
বিনামূল্যে | ক) নন-গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে : ৩০ কর্মদিবস
খ) ১ম ও ২য় শ্রেনির গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ৩৫ কর্মদিবস |
এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, বগুড়া।
ও
সেখ কামাল হোসেন, উপ-পরিচালক (প্রশাসন), প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা।
|
৫. | উচ্চতর গ্রেড প্রদান | উচ্চতর গ্রেডের শর্তপূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী সরকারী মঞ্জুরি আদেশ জারী | ১। সাদা কাগজে আবেদন।
২। হালনাগাদ বার্ষিক প্রতিবেদন (পদোন্নতির ক্ষেত্রে ০১ বছর) ৩। সার্ভিস বই (প্রযোজ্য ক্ষেত্রে) |
বিনামূল্যে | ক) নন-গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে : ৩০ কর্মদিবস
খ) ১ম ও ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ৩৫ কর্মদিবস |
এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, বগুড়া।
ও
সেখ কামাল হোসেন, উপ-পরিচালক (প্রশাসন), প্রত্নতত্ত্ব
অধিদপ্তর, ঢাকা
|
৬. | সাধারণ ভবিষ্যে তহবিল হতে অগ্রিম
মঞ্জুরি |
সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ অনুযায়ী নিষ্পত্তি করে সরকারি
আদেশ জারী |
১। নির্ধারিত ফরমে আবেদন (বাংলাদেশ ফরম নং-২৬৩৯ গেজেটেড/নন-গেজেটেড)
২। সাধারণ ভবিষ্য তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণী। প্রাপ্তিস্থান: হিসাব রক্ষণ কর্মকর্তা/নিজ কার্যালয়/ওয়েবসাইটে |
বিনামূল্যে | ক)নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে : ১৫ কর্মদিবস
খ)নন-ক্যাডার গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে ২০ কর্মদিবস |
এ কে এম সাইফুর রহমান, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, বগুড়া।
ও সেখ কামাল হোসেন, উপ-পরিচালক (প্রশাসন), প্রত্নতত্ত্ব
অধিদপ্তর, ঢাকা। |